Bengali

Recorded by Ramola Raychoudhury  

 

 

লন্ডনেশ্বরী

শায়িত ভূমির পাঁজরে পাতো কান

শোনো গলিত মাংসের চিৎকার ,

কামার ও কুমারের শব্দের সংঘর্ষ

রজ্জু নির্মাতার টানটান রশির মুচড় ।

তোমার চোখ জ্বালা করে উঠবে

কাঠ জ্বলা ধুঁয়ায় গন্ধ

তোমার চোখ থেকে অশ্রু ঝরাবে

জারিত মূত্র থেকে আসা

অ্যামুনিয়ার পুঁতিগন্ধ- পিতাব কামড় ।

 

এসবের ধ্বংস্তুপের অনেক গভীরে

ঘুমিয়ে আছে বীরজায়া বুদ্দিকার কেল্টীক প্রতিশোধ

সেই তীক্ষ্ণ , লাল অগ্নির লৌহ ধার

বিভাজ্য চিহ্ন আঁকছে মাটির দোআঁশে ,বালিতে

স্থরিভুত করছে পাথরের উপর পাথরের স্লেট

মৃতবৃক্ষ অথবা পুরানো আগুন , এবং মৃতদের হাড় ।

 

এখন সে সংকুচিতা হচ্ছে ক্রমে

উত্তরে বনাম দক্ষিণে

কাদা-কুসুম খালের ভিতরে ;

ইহাও নদী ছিল একদিন নিয়ান্ডারথাল মানবের

হোম-সপিয়েন্সের ;

নিঃসঙ্গ ভ্রমণকারী পুর্বপুরুষদের চুবিয়েছে হাজার বছর ।

 

প্রায় পস্তর যুগের পুরভাগে

নিষ্প্রভ কাদাকুঞ্জে

উতলে শহর , উৎরোলে অগুনিত ভাষা

ইহা অভিযোজণ করে চলেছে তাদের –

যারা তার কাছে আসে ;

হয়তো শিকারি , হয়তো কৃষাণ ,

হয়তোবা মাতৃভূমি থেকে বিতাড়িতদের কেউ কেউ ।

Bengali. Translated by Iqbal Hussein

© Anthony Fisher March 2016

LONDINIUM_SET_FINAL VISUALBengali